Saturday, 1 September 2018
জিন-চিয়া GIN-CHIA
আমাদের দেহ যা কিছু ব্যয় করে সারাদিন আমাদেরকে কর্মব্যস্তময় সময় পার করতে সাহায্য করে তার সব কিছু ফিরিয়ে দিতে শক্তিশালী গোল্ডেন চিয়া ও জিনসেং এর আধুনিক সমন্বয় জিনচিয়া-ই যথেষ্ট।
(১) সুস্বাস্থ্যের জন্যে জিনসেংকে টনিকের রাজা বলা হয়।
(২) কার্যকরি অ্যান্টিঅক্সিডেন্ট স্বমৃদ্ব।
(৩) সুস্থ্য স্বাভাবিক রক্ত সঞ্চালনে সাহায্য করে।
(৪) মহিলাদের পিরিয়ড বন্ধ পরবর্তি সময়ে সৃষ্ট শারীরিক প্রতবন্ধকতা সারিয়ে তুলতে কাজ করে।
(৫) আপনার হার্ট হেলথকে সুস্থ্য রাখতে সাহায্য করবে।
(৬) ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রনে রাখতে সহায়তা করবে।
(৭) এটা আপনাকে শক্তি সঞ্চয় করতে সহায়তা করবে।
(৮) আপনার ওজন কমাতে সাহায্য করবে।
(৯) এটা ঘামের মাধ্যমে আপনার দেহ থেকে বিষ ক্রিয়া দূর করবে ও আপনার কোলনের বিভিন্ন সমস্যা থেকে আপনাকে উপশম দিবে।
(১০) জিনচিয়ায় অধিকতর প্রোটিন আছে, আর এতে স্ট্রনটিয়াম থাকায় তা প্রোটিনকে হজম করে শক্তিতে রুপান্তরে সহায়তা করে।
(১১) জিনচিয়ায় ওমেগা ৩ ছাড়াও আরও আছে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম , নিয়াসিন, ম্যাগনেসিয়াম, জিংক ও ফসফরাস।
(১২) এটা ব্রেইন ফাংশনকে ডেভলপ করার মাধ্যমে স্মৃতিশক্তি ও মনযোগ বৃদ্বিতে সাহায্য করে।
(১৩) পুরুষদের প্রজনন ক্ষমতা বাড়াতেও ভুমিকা রাখে।
(১৪) আপনার শারীরিক ও মানষিক শক্তি বৃদ্বিতে যথেষ্ট কার্যকরি।
মূল্য: ১,১৯৬ টাকা
কলঃ +৮৮০১৭১৭০১৯০৮১
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment