Saturday, 1 September 2018

ফরএভার ভিশন Forever Vision


চোখ আমাদের অতি মূল্যবান ইন্দ্রিয় এবং কথাটি আমাদের কখনও ভুলে যাওয়া উচিৎ নয়। পক্ষান্তরে আমরা সার্বিক সুস্থতা বজায় রাখার জন্য খাদ্য হিসেবে অনেক পুষ্টিকর সাপ্লিমেন্ট সেবন করি। কিন্তু চোখের সুস্বাস্থ্য বজায় রাখা অতি প্রয়োজনীয়। এটা উপেক্ষা করার প্রবণতা আমাদের মাঝে লক্ষণীয়।
সম্পূরক খাদ্য হিসেবে ফরএভার ভিশনে আছে bilberry, lutein and zeaxanthin সাথে আরও সুপার আন্টি অক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি সমৃদ্ধ উপাদান। Bilberry একটি চমৎকার ঐতিহ্যবাহী হারবস যা স্বাভাবিক দৃষ্টি শক্তি ফেরাতে ও চোখে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। Lutein একটি মূল্যবান carotenoid যা বিভিন্ন শাকসবজি ও ফলমূলে পাওয়া যায়। যা রেটিনাকে ভালো রাখতে সাহায্য করে। Zeaxanthin এবং Astaxalthin হচ্ছে অন্য রকম carotenoids যা চোখের পেছনের দিকে macular এর সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
প্রতিদিন দু’টি ট্যাবলেট সেবনে, ফরএভার ভিশন খুব সহজে চোখের স্বাভাবিক দৃষ্টি শক্তি ধরে রাখতে সাহায্য করে।
এক নজরে:
* Bilberry, Lutein এবং Zeaxanthin এর যোগান দেয়
* দৃষ্টি শক্তি স্বাভাবিক রাখতে সহায়তা করে
* ভবিষ্যৎ স্বাভাবিক দৃষ্টি শক্তি ধরে রাখতে পারে
পরিমান: ৬০টি ট্যাবলেট
সেবন বিধি: ১টি করে ট্যাবলেট দিনে ২ বার পানি দিয়ে সেব্য
মূল্য: ১৭৩৬ টাকা
কলঃ ০১৭১৭০১৯০৮১

No comments:

Post a Comment