Saturday, 1 September 2018
ফরএভার গারসিনিয়া প্লাস Forever Garcinia Plus
ফরএভার গারসিনিয়া প্লাস হচ্ছে একটি বৈপ্লবিক পরিপূরক খাদ্য দ্রব্য, এতে উপস্থিত উপাদান সমূহ ওজন কমাতে সাহায্য করে। এর প্রাথমিক উপাদান হলো Southern Asian Tree এর The Garcinia Cambogia ফল থেকে সংগৃহীত প্রাকৃতিক নির্যাস। ফলটি Malabar Tamarind হিসেবে পরিচিত। এই ফলের খোসা শুকিয়ে একটি নির্যাস ব্যবহার করা হতো যা citric acid এর সমধর্মী, যেটা পাওয়া যায় কমলা লেবুতে এবং অন্যান্য লেবু জাতীয় ফলের মধ্যে।
বিশেষজ্ঞরা এ গাছের উপাদান সমূহের অসামান্য গুনাবলী সমৃদ্ধ নির্যাস সম্পর্কে অবহিত হয়েছিলন ১৯৬০ সালের পর। যখন তারা জানতে পারলেন এটা শরীরের কার্বোহাইড্রেটক
ে ফ্যাট –এ রূপান্তর প্রক্রিয়াকে সাময়িকভাবে প্রতিহত করে। খাদ্যর স্বাভাবিক বিপাক প্রক্রিয়াকে কার্বোহাইড্রেটযুক্ত ক্যালরিজ যা শক্তি তৈরীর জন্য সাময়িকভাবে ব্যবহৃত হয় না বা Glycogen হিসেবে ফ্যাট –এ রূপান্তর হয়ে লিভারে জমা হয়। গারসিনিয়া লিভারে জমাকৃত ফ্যাট –এর এনজাইমকে প্রতিহত করে যা আমাদের শরীরের এই বাড়তি ক্যালরিকে ফ্যাট –এ রূপান্তর করার জন্য দায়ী। ফল স্বরূপ শরীর জমাকৃত ফ্যাটকে বার্ন করে, এই প্রক্রিয়াতেই ওজন কমতে সাহায্য করে।
যখন শরীরে পর্যাপ্ত Glycogen তৈরি হয় এবং লিভারে জমা হয় তখন ব্রেন স্বয়ংক্রিয়ভাবে তথ্য পায় যে, পর্যাপ্ত পরিমাণ খাবার গ্রহণ করা হয়েছে। এই কার্যাবলীকে বলা হয় স্নায়ুবিক পরিতৃপ্তি বা Satierty reflex, এই পদ্ধতিতে শরীর প্রাকৃতিক ভাবে ক্ষুধা দমনের মাধ্যমে অতিরিক্ত খাবার গ্রহণের ইচ্ছা কমায়।
এক নজরে:
* প্রাকৃতিক ভাবে ক্ষুধা দমনের উপাদান সমৃদ্ধ
* সাময়িকভাবে ক্যালরিকে ফ্যাট এ রূপান্তর করার জন্য দায়ী এনজাইম এর কাজকে প্রতিহত করে
* ওয়েট ম্যানেজমেন্ট এর জন্য উপকারী সম্পূরক খাদ্য দ্রব্য
পরিমাণ:
৭০টি সফটজেল
সেবন বিধি:
খাবারের ৩০-৬০ মিনিট পূর্বে ১টি করে সফটজেল দৈনিক ৩ বার।
মুল্য: ২১৬৯ টাকা
কলঃ ০১৭১৭০১৯০৮১
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment