Thursday, 4 October 2018

How to start How to start with Forever Living Products to change your future?


How to start

How to start with Forever Living Products to change your future?

(ভাবনাহীন ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে ফরেভার লিভিং প্রোডাক্টস কোম্পানির সাহায্য নিয়ে কি করে ব্যবসা শুরু করা যায়?)

ব্যবসা শব্দটি আমার অতি প্রিয় একটি শব্দ। কারণ এর মাধ্যমে আমরা আমাদের জীবনের চাওয়া গুলো কে বাস্তবে পরিণত করতে পারি। তবে ব্যবসা করে সফল হতে গেলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তবেই সে কাঙ্খিত সফলতার শিখরে পৌঁছানো যায়। ব্যবসা করে সফল হবার পথটি যেহেতু বন্ধুর এবং কাঁটাযুক্ত, তাই সেখানে পৌঁছাতে গেলে কঠিন পরিশ্রমের পাশাপাশি প্রচন্ড মানসিক শক্তির প্রয়োজন হয়। এই মানসিক শক্তি আমরা পাই আমাদের স্বপ্ন এবং চাওয়া থেকে। খুব সহজ একটি প্রশ্ন নিয়ে ভাবলেই আপনি আপনার স্বপ্ন গুলো কে দেখতে পাবেন। প্রশ্নটি হলো, যদি আপনাকে রোজগার করার কথা ভাবতে না হতো, তার মানে আপনার অঢেল সম্পদ থাকতো, তাহলে আপনি প্রথম কোন কাজটি করতেন? আপনার জবাব যাই হোক, যদি চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্যে ভাবেন যে আপনার সে স্বপ্নটি সফল হয়েছে, তাহলে দেখবেন বুকের ভেতর টা একটা গভীর প্রশান্তিতে ভরে গ্যাছে। আর এই অবস্থায় পৌঁছানোর জন্যে আমরা হাজারো কঠিন বাধা কে অতিক্রম করতে পারি। যা হোক, আপনি আপনার এই চাওয়াটির কথা মনে রেখে পড়তে থাকুন।
যেকোনো ব্যবসা শুরু করতে গেলে কতগুলো জিনিস আমাদের কে পরিষ্কার করে জেনে নিতে হবে। যেমন সর্বপ্রথম জানতে হবে আপনি কেন এই ব্যবসা করার পরিশ্রম করবেন।  সৌভাগ্যবশতঃ আপনি একটু আগেই সেটি জেনেছেন।  
দ্বিতীয়ত আপনাকে জানতে হবে আপনি কোন কোম্পানির সাথে কাজ করবেন। এবারে চলুন সে বিষয়ে আপনাদের একটু বলি।  আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, তাই বিস্তারিত জানতে চাইলে আমাকে প্রশ্ন করবেন।  
আমি আপনাদের কে ‘ফরেভার লিভিং প্রোডাক্টস’ নামের একটি কোম্পানির অধীনে আমার টিম বা দলের সদস্য হিসাবে স্বাধীন ব্যবসা গড়ে তোলার প্রস্তাব করেছি।  ফরেভার লিভিং প্রোডাক্টস কোম্পানি টি ১৯৭৮ সালে আমেরিকার এরিজোনা থেকে যাত্রা শুরু করে।  এলোভেরা বা ঘৃতকুমারী গাছের রসকে মানুষের স্বাস্থ্যসেবায় ব্যবহার করা দিয়ে শুরু করে আজ প্রায় দুশো বিভিন্ন পণ্য প্রস্তুত করে এবং পৃথিবীর ১৫৭ টি দেশে এই পণ্যগুলো সরবরাহ করে।  নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতির যথাযথ নৈতিক ব্যবহার কি করে সমাজের নিচু স্তরের মানুষদের ভাগ্য বদলে নেবার সুযোগ করে দিতে পারে, এই কোম্পানির প্রতিষ্ঠাতা রেক্স মওন তা বুঝতে পেরে, সেই পদ্ধতিতে পণ্যের বিপণন শুরু করেন এবং প্রায় ৪০ বছর পরেও সেই পদ্ধতিতেই কোম্পানি এগিয়ে চলেছে অবিচলিত ভাবে। বর্তমানে এই কোম্পানির বাৎসরিক বিক্রয় ২৬০ কোটি ডলার এর বেশি। এই কোম্পানির কোনো ঋণ নেই এবং ১৫০ কোটি ডলারের বেশি সম্পদ এবং নগদ অর্থ রয়েছে। তার মানে হলো যে এই কোম্পানির দেউলিয়া হয়ে যাবার সম্ভাবনা নেই বললেই চলে। আরো মানে হলো যে আমরা যারা এই কোম্পানির সাথে কাজ করি, আমাদের পাওনা না মিটিয়ে এই কোম্পানি ভেগে যাবে, সেটিও অসম্ভব। এই কোম্পানি ব্যক্তি মালিকানাধীন, তাই ব্যাঙ্ক বা শেয়ারহোল্ডার কাউকে কোনো জবাবদিহি করতে হয় না। পণ্যের মান উন্নয়ন এবং নতুন পণ্য প্রস্তুত করার গবেষণা কাজে তাই কোম্পানি কারো কোনো তোয়াক্কা না করে দেদারসে খরচ করে এবং সেকারণে আমরা উত্তরোত্তর ভালো পণ্য পাই।  কোম্পানির ব্যবস্থাপনা বোর্ডের সদস্যগণ সেই শুরু থেকে কোম্পানির সাথে আছেন এবং তাই তারা জানেন কি করে মানুষের চাহিদা মেটাতে নতুন নতুন পণ্য প্রস্তুত করে ব্যবসা আরো বড়ো  করা যায়।  
তৃতীয়ত আপনাকে জানতে হবে যে, আপনি যে পণ্যগুলো নিয়ে কাজ করবেন, তার যথেষ্ট চাহিদা রয়েছে কিনা এবং ভবিষ্যতে এই চাহিদা বজায় থাকবে কিনা।  চলুন সে নিয়ে দুটো কথা বলি।  ফরেভার লিভিং প্রোডাক্টস কোম্পানি প্রাকৃতিক কাঁচামাল ব্যবহার করে নিত্যব্যবহার্য্য, স্বাস্থ্য বর্ধক এবং প্রসাধন পণ্য প্রস্তুত করে যেমন সাবান, শ্যাম্পূ , টুথজেল, মুখে এবং গায়ে মাখার ক্রিম, লোশন, হরেক রকম ভিটামিন, মিনারেল, সাপ্লিমেন্ট ফুড বা পরিপূরক খাদ্য, লিপস্টিক, ফেস পাউডার ইত্যাদি। এই পণ্যগুলোর চাহিদা কোনোদিন কমে যাবার সম্ভাবনা আছে কিনা আপনি নিজেই ভেবে দেখুন।  বাজারে অন্য সব কোম্পানির তুলনায় আমাদের পণ্যগুলো বেশি কাঙ্খিত কারণ, আমাদের পণ্যে ক্ষতিকর কোনো কেমিক্যাল  বা রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় না।  এমন কি প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে গিয়ে প্রস্তুতকরণ খরচ বেশি হলেও কোম্পানি আপোষ করে না। বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে বেহিসাবে হাজারো কেমিক্যাল ব্যবহার করে হাজারো রোগ-বালাই এর শিকার হয়ে, আজ সারা পৃথিবীজুড়ে মানুষ কেমিক্যাল থেকে দূরে সরে যাচ্ছে।  ফলে, আমাদের পণ্যের চাহিদা আরো বাড়ছে। আমাদের পণ্যগুলোর আরেকটি দিক হলো যে এগুলো ব্যবহার করার সাথে সাথে শেষ হয়ে যায়।  এবং সেকারণে একই কাস্টমার একই পণ্যের জন্যে বার বার ফিরে আসেন, তার মানে চাহিদা দিনে দিনে বাড়তে থাকে।
চতুর্থত, আপনাকে পণ্যের গুণগত মান সম্পর্কে নিশ্চিত হতে হবে।  এই বিষয়ে নিশ্চিত হবার সব থেকে কার্যকরী পথ হলো, পণ্য নিজে ব্যবহার করা, যা আপনি শীঘ্রই করতে পারবেন। এছাড়াও বিভিন্ন কোম্পানি যারা এজাতীয় পণ্যের গুনাগুন বিচার করে সার্টিফিকেট দেয়, তাদের সেসব সার্টিফিকেট থেকেও পণ্যের মান সম্পর্কে নিশ্চিন্ত হওয়া যায়।  কিন্তু কোম্পানি যদি পণ্যের উপর সন্তুষ্টির নিশ্চয়তা (গ্যারান্টি) দেয়, তাহলে সেটা সব থেকে নির্ভরযোগ্য। ফরেভার  লিভিং প্রোডাক্টস কোম্পানি আমাদের পণ্যের গুণগত মান নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে, খুচরা ক্রেতাদের ৬০ দিনের পয়সা-ফেরৎ ভিত্তিক নিশ্চয়তা দিয়ে থাকে। অর্থাৎ যদি কেউ আপনার কাছ থেকে কোনো পণ্য কিনে ব্যবহার করে, ৬০ দিনের মধ্যে খালি বোতল বা ডিব্বা ফেরৎ দিয়ে যে কোন  অসন্তুষ্টি জ্ঞাপন করেন, তাহলে তিনি পুরো মূল্য ফেরৎ পাবেন। এক মিনিট একটু ভেবে দেখুন তো, যদি পণ্য ভালো না হতো, তাহলে এই কোম্পানি ৪০ বছর ধরে টিকে থেকে এমন বিশ্বময় ছড়িয়ে পরতে পারতো?
পঞ্চমত, আপনাকে খুব ভালো করে বুঝতে হবে এই ব্যবসা পদ্ধতি আপনার কাম্য উপার্জনের পথ তৈরী করতে পারবে কিনা। এটি সবথেকে গুরুত্বপূর্ণ কেননা, এর মাধ্যমেই আপনি এমন উপার্জন এর পথ করতে পারবেন, যা আপনার স্বপ্নের জীবন যাপন করার পথ খুলে দিতে পারবে। যে ব্যবসা তেমন উপার্জনের দেখতে পারবে না, তেমন ব্যবসার জন্যে খেটে সময় নষ্ট করার তো অর্থ নেই, তাই না? এই অংশটি আমি একটু সময় নিয়ে বোঝাবো। দয়াকরে মন দিয়ে আমার কথাগুলো বুঝতে চেষ্টা করুন।
স্বপ্নের জীবনের তালা খুলে দিতে পারে এমন উপার্জনের আশা আমাদের এই ব্যবসায় করা যায় তার কারণ হলো যে ফরএভার লিভিং প্রোডাক্টস কোম্পনি নৈতিকতার সাথে নেটওয়ার্ক মার্কেটিং ভিত্তিক বিপণন ব্যবস্থা ব্যবহার করে। এই পদ্ধতিতে মার্কেটিং এর জন্য কোটি কোটি টাকা খরচ না করে, বরং যে সকল কাস্টমার কোনো কোম্পানির পণ্য ব্যবহার করে খুশি হয়েছে, তাদের কে ব্যবহার করা হয়। একটি সিনেমা দেখে বা বই পড়ে ভালো লাগলে, আমরা আমাদের বন্ধুদেরকে স্বাভাবিক ভাবেই সেই সিনেমা বা বই সম্পর্কে উচ্ছাস নিয়ে বলি। এবং এর ফলে অনেকেই হয়তো সেই সিনেমাটি দেখতে যান বা বইটি কিনে পড়েন। তার মানে আপনার কথার কারণে বই বিক্রেতা বা সিনেমা প্রযোজক এর ব্যবসা বাড়লো। কিন্তু তারা কি আপনাকে এই অধিক ব্যবসা থেকে যে লাভ হলো, তার অংশ দেয়? নাহ, দেয় না। কিন্তু ন্যায় সম্মত নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতিতে যে কোম্পানি ব্যবসা করে, আপনার কথার কারণে তাদের ব্যবসা বাড়লে, সে বাড়তি ব্যবসায় যে লাভ হয়, তার অংশ আপনাকে দেবে। খেয়াল করবেন যে আমি বার বার ‘ন্যায় সম্মত’ শব্দটি ব্যবহার করছি।  তার কারণ হলো, এই পদ্ধতিকেই যদি অন্যায় ভাবে কোনো কোম্পানি ব্যবহার করে, তাহলে অনেক লোকের অনেক ক্ষতি করতে পারে।  পিরামিড স্কিম এর নাম অনেকেই আপনারা শুনেছেন যেখানে, সরাসরি কোনো পণ্য বিক্রয় না করে, শুধু পয়সার বিনিময়ে কারো টিম এ লোক রেজিস্টার করতে পারলেই, যিনি টিম এর নেতা, তিনি অনেক টাকা পান।  সদ্য আমি ফেইসবুক এর মারফত দেখেছি যে বাংলাদেশে একটি চক্র ঠিক এই কাজটি করছে। দেখবেন এই চক্রের সদস্যগণ, যারা শত শত বা হাজার হাজার টাকার মেম্বারশিপ ফী দিয়ে সদস্য হয়েছেন, তারা শুধু একই ভাবে আপনাকে ফী দিয়ে মেম্বার হতে বলবেন বারবার। যেহেতু এইরকম স্কিম আইনগতভাবে নিষিদ্ধ, সেকারণে এনারা পেছনে একটি নামকাওয়াস্তে পণ্য ভিত্তিক ব্যবসা রেখেছেন। আমি একজনকে দেখেছি যিনি এমন একটি চক্রের সদস্য যারা মেম্বার হলে তৈরী পোশাক বিক্রয় করার ব্যবসা গড়ে দেয়ার কথা বলে তাকে ফী দিতে উদবুদ্ধ করেছেন। কিন্তু তারপর পোশাক বিক্রির চেষ্টা করার পরিবর্তে ওনাকে শুধু নতুন নতুন সদস্য রেজিস্টার করতে বলছে তার উপরে যারা আছেন, তারা। এরাও নেটওয়ার্ক মার্কেটিং ব্যবহার করছেন, কিন্তু অন্যায় ভাবে লোক ঠকানোর জন্যে।
ফরেভার লিভিং প্রোডাক্টস কোম্পানিতে সদস্যপদ পেতে কাউকে কোনোদিন কোনো ফী প্রদান করতে হয় না। অর্থাৎ সদস্যপদ পাওয়া যায় বিনামূল্যে।  এবং কে কতটা পণ্য ক্রয় করলেন, তার উপর ভিত্তি করে তাকে উপযুক্ত মূল্যহ্রাস এর সুযোগ দেয়া হয়।  যেকোনো দোকানে গিয়ে আপনি যদি একটির পরিবর্তে পাঁচটি জিনিস কেনেন, তাহলে দোকানি যেমন আপনার কাছ থেকে দাম কিছু কম রাখে, ফরেভার লিভিং প্রোডাক্টস কোম্পানিও ঠিক তাই করে। না, আসলে আরো বেশি করে।  কেমন? আপনি একবার পাইকারি মূল্যের কোনো স্তরএ উঠে গেলে, সেখান থেকে আর কোনোদিন নিচে নামার সম্ভাবনা নেই।  অথচ পদোন্নতি পেয়ে যদি আরো উঁচু কোনো স্তরে আপনি ওঠেন, তখন আপনার মূল্যহ্রাস মাত্রা আরো বেড়ে যাবে। নিচের উদাহরণ টি দেখুন।
শাহাদাত নামের একজন লোকের কথা ভাবুন।  শাহাদাত তার ভবিষ্যৎ গড়ার জন্য ফরেভার লিভিং প্রোডাক্টস কোম্পানির সদস্য হবার ফর্ম পূরণ করে, প্রথমদিন আড়াই হাজার টাকার বিভিন্ন জিনিস কিনলো। সাথে সাথে, শাহাদাত বাকি জীবনের জন্য এই কোম্পানির ‘মার্কেটিং প্ল্যান’ এ  Novus Customer পদ লাভ করলো। ফলে সে পণ্যগুলোর খুচরা মূল্যের  উপর শতকরা ১৫ ভাগ মূল্য ছাড় পেলো। সে এর থেকে কিছু পণ্য নিজে ব্যবহার করলো এবং বাকি পণ্য গুলো চেনাজানা কয়েক জনের কাছে বিক্রি করে ১৫% লাভ করলো। পণ্য ব্যবহার করে খুশি হয়ে সে সকলকে এই পণ্য সম্পর্কে বলতে থাকলো। এতে অনেকেই তার কাছ থেকে এই পণ্য কিনতে চাইলো।  সে সকলের অর্ডার গুলো নিয়ে সেই পণ্যগুলো কিনে এনে দিলো এবং ১৫%  লাভ রাখলো নিজের জন্যে। বাকি জীবন সে যদি আর একটি পয়সার জিনিষও না কেনে, তাহলেও তার এই সদস্যপদ এবং ১৫% মূল্যছাড় বহাল থাকবে।
ফরেভার লিভিং প্রোডাক্টস কোম্পানির প্রতিটি পণ্যের দামের উপর ভিত্তি করে একটি সিসি (CC, short for Case Credit) মূল্য রয়েছে। যে পণ্যের দাম যত বেশি, তার সিসি মূল্য তত বেশি। যেকোনো জিনিসের ওজন যেমন পৃথিবীর সব দেশেই এক, আমাদের পণ্যগুলোর সিসি ও পৃথিবীর যে কোনো দেশে একই থাকে। এই একক ফরএভার ব্যবসায়ীদের পদোন্নতি পরিমাপের জন্য ব্যবহার করা হয়।
শাহাদাত যে পণ্যটিই কিনছেন, কোম্পানি সেই পণ্যের সিসি মান, তার একাউন্ট এ যোগ করছে। কোম্পানি যদিও প্রোমোশনের জন্যে পরপর দুইমাসের সর্বমোট সিসি কে ব্যবহার করে, কিন্তু কেউ যদি এই সময়ের আগেই পদোন্নতির জন্যে প্রয়োজনীয় সিসি করে ফেলেন, তাহলে সেই মুহূর্ত থেকেই তিনি পদোন্নতি পান। শাহাদাত একমাস দশ দিনেই, প্রথম পদোন্নতি বা প্রমোশন এর জন্য প্রয়োজনীয় ২ সিসি করে ফেললেন। সাথে সাথেই কোম্পানির মার্কেটিং প্ল্যান এ তার পদ হয়ে গেলো ‘অ্যাসিস্ট্যান্ট সুপারভাইসর’ এবং তার মূল্যছাড় বেড়ে হয়ে গেলো ৩৫% . তার মানে এখন সে ৬৫ টাকা দিয়ে একটি জিনিস কিনে ১০০ টাকা দিয়ে বিক্রি করে ৩৫ টাকা  লাভ করে। কিন্তু সেখানেই শেষ নয়।  এসিট্যান্ট সুপারভাইসর হয়ে যাওয়ায়, এখন সে তার অধীনে পণ্য বিক্রয় এর জন্য ঠিক তার নিজের মতো সদস্য নিয়োগ করার অনুমতি পেলো।  এবং মহা উৎসাহে সে তার দল গঠন এর কাজে নেমে পড়লো।
শাহাদাত এর বন্ধু কামাল। শাহাদাত তাকে এই ব্যবসা সম্পর্কে বললো এবং কি করে সে মাত্র আড়াই হাজার টাকার জিনিস কিনে, কোনো দোকান বা কর্মচারী ছাড়াই, নিজের সুবিধা মতো সময় পার্ট-টাইম কাজ করে  নিজের ব্যবসা শুরু করেছিল, সে গল্প তাকে বললো। তার কথা শুনে, কামাল ভেবে দেখলো যে সেও ঠিক একই ভাবে নিজের জন্যে একটা ব্যবসা গড়ে নিতে পারে।  সুতরাং সেও শাহাদাত এর সাথে গিয়ে এই কোম্পানির পণ্য কিনে ১৫% মূল্যছাড় এর সদস্য হয়ে গেলো এবং শাহাদাত এর সাথে কাজ শুরু করে দিলো।  এতে শাহাদাত এর আরো ভালো হলো।  কারণ আমাদের কোম্পানি যেহেতু আপনার আর আপনার টীম মেম্বার এর মূল্যছাড় এর মধ্যে যে পার্থক্য, সে টাকা তা আপনাকে বোনাস আকারে প্রদান করে, সেকারণে শাহাদাত এর উপার্জন আরো বেড়ে গেলো।  কামাল যেহেতু ১৫% এর যোগ্য আর শাহাদাত ৩৫% এর যোগ্য, কামাল যদি ১০০ টাকার জিনিস কেনে, তাহলে কোম্পানি শাহাদাতকে ২০ টাকা বোনাস হিসাবে প্রদান করে।  এবার শাহাদাত আরো ৩/৪ জনকে বুঝিয়ে সদস্য করে। তার বোনাস আরো বড় হয়। এবং এভাবেই চলতে থাকে।   
ওদিকে কামাল ও খুব উঠেপড়ে ব্যবসা বাড়াতে শুরু করেছে এবং তাতে এক মাসের মধ্যেই সেও অ্যাসিস্ট্যান্ট সুপারভাইসর প্রমোশন পেয়ে যায়।  এই অবস্থায় শাহাদাত আর কামাল যেহেতু একই স্তর এ আছে, তাই কামালএর  ব্যবসার থেকে কোনো বোনাস শাহাদাত পায় না।  কিন্তু কামাল যত সিসির ব্যবসা করে, সেই পুরো সিসিই শাহাদাত এর দলের সিসি হিসাবে যোগ হতে থাকে। পুরো দলের দুমাসের সম্মিলিত সিসি যখন ২৫ সিসি হয়ে যায়, শাহাদাত আবার প্রমোশন পেয়ে ‘সুপারভাইসর’ পদ লাভ করে।  তার মূল্যছাড় মাত্রা হয়ে যায় ৩৮%  এবং সাথে সাথেই সে আবার কামাল ও তার দলের যে সম্মিলিত সিসি, তার মূল্যের  উপর ৩% বোনাস পেতে শুরু করে।  সাথে তার অন্য সদস্যদের ব্যবসা থেকে বোনাস এবং নিজের খুচরা বিক্রয় তো রয়েছেই। এখন শাহাদাত এই ব্যবসার আসল রহস্য নিজে অনুভব করে।  এবং নিজে আরো লোককে নিজের দলের সদস্য বানিয়ে তাদের জন্য ব্যবসার রাস্তা তৈরী করে দেয় এবং তার দলের অন্য সদস্য (যেমন কামাল) দের কে সাহায্য করে আরো বেশি ব্যবসা করতে।  বলতে বলতেই তার দলের সম্মিলিত পর পর দুই মাসের সিসি, ৭৫সিসি  হয়ে যায়।  শাহাদাত আবারো প্রমোশন পেয়ে ‘এসিট্যান্ট ম্যানেজার’ হয় এবং তার মূল্যছাড় এর মাত্রা ৪৩% এ গিয়ে দাঁড়ায়। ফলে তার ব্যক্তিগত খুচরা ব্যবসা থেকে লাভ অনেক বেশি হতে শুরু করে এবং তার দলের বিভিন্নজনের সিসির মূল্যের উপর বোনাস পেয়ে মাসে তার রোজগার ৩০ হাজার টাকা ছাড়িয়ে যায়।  
সে আরো উৎসাহিত হয়ে আরো বেশি কাজ করতে শুরু করে।  আরো বেশি লোকদের কে বিক্রয় করা, আরো বেশি লোককে ব্যবসা নিয়ে বলা, আরো বেশি সদস্য তৈরী করা ইত্যাদি।  ফলে তার পরের মাসেই তার নিজের এবং দলের সম্মিলিত সিসি হয়ে দাঁড়ায় ১২০সিসি।  শাহাদাত প্রমোশন পেয়ে হয় ‘ম্যানেজার’ এবং তার মূল্যছাড় এর মাত্রা সর্বোচ্চ ৪৮% এ উঠে যায়।  চাকরির পাশে পার্ট-টাইম কাজ করে যখন মাসে শাহাদাত ৭০/৮০ হাজার টাকা উপর্জন করতে শুরু করে, তখন তার হঠাৎ মনে হয়, স্বপ্নের জীবনের দরজার তালা এবার যেন খুলতে শুরু করেছে।
এই উদাহরণে শাহাদাত এর পরিবর্তে আপনার নাম বসিয়ে নিয়ে ঠিক এই ভাবে কাজ করলে, আপনিও ঠিক এমনি করেই স্বপ্নের জীবনের চাবি হাতে পেতে পারেন।  
এই কোম্পানির সাথে কাজ করে ম্যানেজার হয়ে গেলে, তখন কোম্পানি নিজ খরচে আপনাকে বিদেশ বেড়াতে নিয়ে যাবে।  ফাইভ ষ্টার হোটেলে থাকা, খাওয়া তো বটেই, এমন কি হাত খরচের টাকাও দেবে আপনাকে।  
এর পরে আরো যে প্রমোশন গুলো পাওয়া যায়, তাদের সম্পর্কে আজ আর নাইবা শুনলেন।  নয়তো রাতে হয়তো ঘুমাতেই পারবেন না।  এইটুকু ভালো করে বুঝে নিন, বাকিটা আমার সাথে যখন কাজ করবেন, তখন বুঝিয়ে দেব?
যদি শুনে জিনিষটা খুব পানির মতো সোজা মনে হয়ে থাকে, তাহলে আবার বলি, কঠিন পরিশ্রম না করে আমাদের ব্যবসায় সামনে আগানো যায় না। যদি লেগে থেকে কাজ করতে রাজি না  থাকেন, তাহলে নিজের পায়ে কুড়াল মারবেন না, আমারো সময় নষ্ট করবেন না। আর পরিশ্রম করতে আর শিখতে যদি আপত্তি না থাকে, তাহলে আপনার মতো মানুষকেই খুঁজছি আমি এবং আমার কোম্পানি ফরেভার লিভং প্রোডাক্টস।
এবারে ভেবে বলুন, আমার দলের সদস্য হয়ে ফরএভার লিভিংপ্রোডাক্টস কোম্পানির ছায়ায় পার্ট-টাইম কাজ করে নিজের জন্য একটি উপার্জনের রাস্তা খুলতে চান কিনা।  
ভালো থাকবেন !
শাহাদাৎ
কলঃ ০১৭১৭০১৯০৮১

সুত্রঃ http://www.foreverlivingbd.com/how-to-start/

Friday, 21 September 2018

Join Forever Living Products Bangladesh



যারা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত একটি টিম মার্কেটিং কোম্পানি খুঁজছেন এবং টিম মার্কেটিং করে সুন্দর ক্যারিয়ার গড়তে চান তারাই যোগাযোগ করুন।
.
আমাদের আছে,
√ ৪০ বছরের অভিজ্ঞতা, বিশ্বস্ততা এবং সুনাম,
√ ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি,
√ শতভাগ নিজস্ব উৎপাদিত পণ্য,
√ ১০০% কাস্টমার সেটিসফেকশন গ্যারান্টি,
√ ৩০ দিনের মানি ব্যাক গ্যারান্টি,
√ ব্যবসায়ীদের জন্য ১২ মাসের বাই ব্যাক গ্যারান্টি,
√ পণ্য, ব্যবসা পদ্ধতি ও পেমেন্ট সিস্টেম অসাধারণ,
√ বিশ্বব্যাপী সুদক্ষ ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত,
√ ১৬৮+ দেশে অফিসিয়ালি কাজ করার সুযোগ,
√ ১৯৭৮ সালে আমেরিকা থেকে যাত্রা শুরু করে আজ পর্যন্ত বিশ্বব্যাপী সুনামের সাথে ব্যবসা করার রেকর্ড,
√ বাংলাদেশে থেকে যেকোন দেশে টিম পরিচালনা করে আয় করার সুযোগ।
নাম: ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল লিঃ, ইউএসএ।
বিঃদ্রঃ মাত্র ২০০ টাকার একটি পন্য কিনেই সদস্য হওয়া যায়  ।
কলঃ ০১৭১৭০১৯০৮১

Thursday, 13 September 2018

ফরএভার অ্যালো বেরী নেকটার - Forever Nectar

অ্যালো ভেরা জেল এর সমস্ত গুণ সমৃদ্ধ অ্যালো বেরী নেকটার, সাথে আরো যোগ করা হয়েছে ক্র্যানবেরী ও আপেলের প্রাকৃতিক নির্যাস যাতে ভিটামিন এ ও সি এর উপকারিতা বিদ্যমান। যা হজম প্রণালী ও মুত্রনালী (Urinary tracts) সুস্থ রাখতে সাহায্য করে। নেক্টারের উপাদান সমূহ সুস্বাস্থ্য রক্ষার প্রাকৃতিক উৎস হিসেবে বিবেচিত “ Proanthocyanidins (Antioxidant flavonoid)” সমৃদ্ধ। আপেলের রসে অনেক গুলো শক্তিশালী আন্টিঅক্সিডেন্ট এবং পেক্টিন বিদ্যমান। ভিটামিন সি ও পেকটিন শরীর থেকে দূষিত পদার্থ বের করে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে।
সম্পূর্ণ প্রাকৃতিক স্বাদ ও গন্ধযুক্ত তরতাজা ক্র্যানবেরী এবং মিষ্টি, রসালো আপেলের মিশ্রণ থেকে তৈরি। ফ্রুক্টোজ (ফলের প্রাকৃতিক চিনি বা ফল শর্করা) এর মিশ্রণ তাই বাচ্চা ও প্রাপ্ত বয়স্ক সবার কাছে সমভাবে পছন্দনীয়।
এক নজরেঃ-
* অ্যালো ভেরা জেলের সমস্ত উপকারিতার সাথে সুস্বাদু মিষ্টি ক্র্যানবেরীর চমৎকার সমন্বয়
* সুস্বাস্থ্যর জন্য প্রয়োজনীয় ফাইট্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ
* ভিটামিন সি এর প্রাকৃতিক উৎস সম্বলিত
পরিমাণঃ
33.8 FI. Oz (1 Qt., 1.8 FI. Oz.) ১ লিটার
নির্দেশনাঃ-
খাবার পূর্বে ভাল করে ঝাঁকিয়ে নিন। খোলার পর ফ্রিজে রাখুন।
মূল্য : ১৬৭৪ টাকা
কলঃ ০১৭১৭০১৯০৮১

Sunday, 9 September 2018

কেন ফরএভার?

যারা বর্তমান ইনকামের সাথে মাসে বাড়তি রোজগারের আগ্রহী (পার্ট-টাইম) কিংবা স্বাবলম্বী হওয়ার মত ইনকাম (ফুল-টাইম) করতে আগ্রহী তাদের জন্য কিছু টিপস।

আমাদের কোম্পানীটি আন্তর্জাতিক,  ১৯৭৮ সাল থেকেই এ কোম্পানী একই নীতিতে চলে আসছে এবং এর অবস্থান বিশ্বের মধ্যে ৬ষ্ঠ। জেনে খুশি হবেন যে বিশ্ব অর্থনৈতিক মন্দার সময়ও আমাদের বিক্রয়ে কোন ধরণের কমতি হয়নি। আর হ্যা! আমাদের প্রতিটি পণ্যই একাধিক সার্টিফিকেট প্রাপ্ত এবং প্রতিটি প্রোডাক্টেই আছে ৩০ দিনের বাই-ব্যাক গ্যারান্টি। যাহোক, এখন সংক্ষেপে পলিসিতে চলে আসি।
১. একটি ফর্ম পূরণের মাধ্যমে আপনাকে মেম্বার হতে হবে। ফরম পূরণ করে সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (না থাকলে জন্মনিবন্ধন কিংবা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি) জমা দিতে হবে।
২. এখানে আপনার কোন ধরণের ইনভেস্টমেন্ট/সিকিউরিটি মানি লাগবে না। যে কোন একটি পন্য কিনলেই মেম্বার হওয়া যায়।
৩. আমাদের পণ্যগুলো মানুষের শরীরের অন্তর্গত ও বহির্গত সকল ধরণের সমস্যার জন্য কার্যকরী।
৪. মেম্বার হয়ে গেলে ব্যবসা কীভাবে করতে হবে তার উপর আমরা ৬ দিনের স্পেশাল ট্রেইনিং দিব। (সম্পূর্ণ ফ্রীতে) এছাড়াও সপ্তাহে প্রতিদিন আমাদের প্রতিটি প্রোডাক্ট সেন্টারে ফ্রী ট্রেইনিং দেয়া হয়।
৫. মেম্বার হয়ে গেলে আপনি প্রতিটি পণ্য কিনলেই সাথে সাথে পাবেন ১৫% ডিসকাউন্ট। অর্থাৎ যার কোন পণ্য প্রয়োজন পড়বে (নিজের কিংবা অন্য কারো) আপনি তখন ১৫% ডিসকাউন্টে পণ্য কিনে তাকে দিলে এই ১৫% আপনার ইন্সট্যান্ট লাভ। হোলসেল কুয়ালিফাই করলে এটা ৩৫% এ চলে আসবে। এবং যারা ব্যবসা করতে আগ্রহী তাদেরকে আমরা প্রথমেই হোলসেল কুয়ালিফাই করতে বলি। এসময় আপনি যে কোন পণ্য কেনার সময় ৩৫% কম প্রাইসে পণ্য পাবেন অর্থাৎ ১০০০ টাকার পণ্যে আপনার লাভ হবে ৩৫০ টাকা।
৬. এছাড়া আপনি নিজেও টীম তৈরী করতে পারবেন। এক্ষেত্রে টীমের মোট পণ্য-ক্রয়ের উপর আপনি একটা অংশ পাবেন। এতে টীমের কোন মেম্বারের অংশ কমতি হবেনা।
৭. ঢাকার কাওরান বাজার, উত্তরা, বাড্ডা, এবং ঢাকার বাইরে কুমিল্লা, সিলেট, চিটাগাং,খুলনা সহ প্রভৃতি স্থানে আমাদের প্রোডাক্ট সেন্টার রয়েছে। আপনি আপনার নিকটস্থ সেন্টার থেকে, অথবা বিদেশে গেলে সেই-দেশের সেন্টার থেকে প্রোডাক্ট কিনতে পারবেন। যেখান থেকেই কিনুন না কেন? আপনার ডিসকাউন্ট আপনি সাথে সাথেই পাবেন।
৮. এটি একটি হোম বেইজড বিজনেস। অর্থাৎ ঘরে বসে কিংবা ইন্টারনেটে যেখানে ইচ্ছা সেখান থেকেই আপনি ব্যবসা পরিচালনা করতে পারেন।
ইন্টারনেটে বিজনেস পরিচালনার জন্য এক্ষেত্রে আপনাকে আপনার আইডি নাম্বার ক্রেতাদের দিতে হবে। ক্রেতা আপনার আইডি নাম্বার দিয়ে প্রোডাক্ট কিনলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিসকাউন্ট যোগ হবে। এই সিস্টেমে সাধারণত আমরা বিদেশে
ব্যবসা পরিচালনা করে থাকি... আর হ্যা, ফর্ম ফিলাপ করে জয়েন করলে সাথে সাথেই আইডি নাম্বার পাবেন.. আপনি মেম্বার হলে ট্রেইনিং নিয়ে কাজ শুরু করে দিবেন।এটাই ফ্যাক্ট.. ট্রেইনিং যেখানে ইচ্ছা করতে পারেন।তবে প্রোডাক্ট ডেমোন্সট্রেশন দেখতে হলে ত অবশ্যই আপনাকে বাসা থেকে বের হয়ে অফিসে এসে ট্রেইনিং করতে হবে। এছাড়া ইন্টারনেটে তো হাজার হাজার ভিডিও ট্রেইনিং আছেই। টীম তৈরী করলে আপনার পরিশ্রম কমে যাবে
আর প্রথম ৫/৬ জনের টীম গঠনে আমরা সর্বাত্মক সহযোগীতা করব।এরপরের টীমগূলো নিজের যোগ্যতায় গঠন করতে হবে

এছাড়াও বিভিন্ন কোয়ালিফিকেশনের উপর বোনাস রয়েছে যা ট্রেইনিং এ বিস্তারিত বলা হবে।
যোগাযোগ

ফোন 0171701981
মন দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।

Thursday, 6 September 2018

ফরএভার অ্যালোভেরা জেল

ভেবে দেখুন তো আপনার অনুভূতি কেমন হবে- আপনি সরাসরি অ্যালো ভেরা গাছ থেকে পাতার ভেতরের জেল পান করছেন !
আমাদের ফরএভার অ্যালো ভেরা জেল পানে আপনি ঠিক সেই অনুভূতি উপভোগ করবেন।
অলেীকিক গুণসম্পন্ন প্রকৃতির অনন্য অবদান এই অ্যালো ভেরায় পাওয়া গেছে ২০০ টিরও বেশী পুষ্টি জাতীয় উপাদান যা মানব দেহের সুস্থ পরিপাকতন্ত্র ও দৈহিক শক্তি বজায় রাখতে সহযোগিতা করে। প্রাকৃতিক ভাবে অ্যালো ভেরায় রয়েছে ৭৫ টি নিউট্রিয়েন্টস, ২০ টি মিনারেলস, ১২ রকমের ভিটামিন এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী।
ইন্টারন্যাশনাল অ্যালো সাইন্স কাউন্সিল কর্তৃক প্রথম স্বীকৃতি প্রাপ্ত ফরএভার অ্যালো ভেরা পেটেন্ট দ্বারা সংরক্ষিত ফর্মুলায় স্ট্যাবিলাইজড (অ্যালোভেরায় প্রাকৃতিক গুণকে অক্ষুণ্ণ রাখার গোপন প্রকিয়া) করা, ঠিক প্রকৃতিতে যেমনটি বিদ্যমান। এর উন্নত নরম শাঁসযুক্ত তরল পানীয় আপনি প্রতিদিন সরাসরি কিংবা যেকোনো ফলের রসের সাথে পান পান করতে পারেন। অ্যালোভেরা জেল একটি সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যকর পানীয় হিসেবে বিশ্বে বহুল পরিচিত। আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন পান করুন।
এক নজরে:
• অ্যালোভেরা এর শক্তি- শরীরের ভেতরে ও বাইরের জন্য সমানভাবে উপকারী
• ইন্টারন্যাশনাল অ্যালো সাইন্স কাউন্সিল কর্তৃক এর সনদ প্রাপ্ত
• সুস্থ পরিপাকতন্ত্র ও হজমে বিশেষ উপকারী
পরিমাণ:
33.8 FI. Oz. (1 Qt., 1.8 FI. Oz.) ১ লিটার
নির্দেশনা:
খাবার পূর্বে ভাল করে ঝাঁকিয়ে নিন। খোলার পর ফ্রিজে রাখুন।
মূল্য: ১৬৫৮ টাকা
 কলঃ ০১৭১৭০১৯০৮১

ফরএভার ফ্রিডম

অ্যালোভেরার সমস্ত গুণ সম্পন্ন ফরএভার ফ্রিডম অ্যালোভেরার সাথে অন্যান্য উপাদানের মিশ্রণে তৈরি যা শরীরের প্রতিটি জয়েন্টকে সঠিক ও স্বাবলীলভাবে কাজ করতে সাহায্য করে। ফরএভার ফ্রিডম সুস্বাদু কমলার স্বাদ ও গন্ধযুক্ত ফর্মুলায় তৈরি।
ফরএভার ফ্রিডমে আছে Glucosamine Sulfate এবং Chondrotin Sulfate এই দুটি প্রাকৃতিক উপাদানের বিরল মিশ্রণ যা সুস্থ জয়েন্ট ও সচলতা বজায় রাখতে কাজ করে। অন্যান্য গুণ সমৃদ্ধ উপাদানের সাথে আরো আছে ভিটামিন –সি এবং MSM, a primary source of bio-available sulfur (Organic Sulfur) যা কানেক্টিভ টিস্যুকে সুস্থ ও জয়েন্টকে কার্যকরী রাখার জন্য প্রয়োজন।
Glucosamine Sulfate এবং Chondrotin Sulfate হচ্ছে দুটি প্রাকৃতিক উপাদান, যা প্রতিটি জয়েন্টের কার্টিলেজ এর সঠিক অবস্থান, গঠন ও সুস্বাস্থ্য বজায় রাখার মাধ্যমে প্রাকৃতিকভাবে shock absorber হিসেবে কাজ করে এবং প্রয়োজনীয় লালা ধরে রাখে।
এই দুটি উপাদান জয়েন্ট এর মধ্যে fluid কে পিচ্ছিল রেখে মসৃণভাবে জয়েন্টের এক উপরিভাগ থেকে অন্য উপরিভাগে চলাচল করে। পরিণত বয়সের পর প্রাকৃতিকভাবে cartilage –এর উপাদান সমূহের তৈরি কমতে থাকে তখন এই দুটি উপাদান cartilage কে সুস্থ রাখে। এটি জয়েন্ট এর আর্দ্রতা ধরে রেখে এর কর্মক্ষমতাকে স্থায়ী করে।
ফরএভার ফ্রিডমে আছে Glucosamine Sulfate (1500mg), Chondrotin Sulfate (1200mg) plus 750mg of MSM and 250mg of Vitamin C per 4oz serving.
এই তিনটি উপাদানের সমন্বয় যা দেহের প্রতিটি জয়েন্টকে স্বাবলীলভাবে কাজ করতে সহায়তা করে। আপনার দিনের শুরু হোক পুষ্টিকর ও যুক্তিসংগতভাবে উপকারী ফরএভার ফ্রিডম পানের মাধ্যমে। ফরএভারের অন্যান্য প্রোডাক্টস এর সাথে তুলনা করলে ফরএভার ফ্রিডম এর উপাদানের উৎস পুরোপুরি প্রাকৃতিক এবং এগুলোকে বিশেষভাবে নিরাপদ হিসেবে বিবেচনা করা যেতে পারে।
এক নজরে:
• অ্যালো ভেরাজেল এর অন্যান্য ফর্মুলায় তৈরি ও এর সমস্ত গুণসমৃদ্ধ। জয়েন্টকে সুস্থ রাখতে যুক্তিসংগতভাবে উপকারী ও প্রাকৃতিক পুষ্টিকর খাদ্য হিসেবে বিবেচিত যা জয়েন্টকে সুস্থ রাখতে সহায়তা করে।
• অ্যালো ভেরা থাকার জন্য শরীর খুব সহজে এর উপাদান সমূহ শোষণ করতে পারে।
• ফরএভার ফ্রিডমের উপাদান সমূহ প্রাকৃতিকভাবে জয়েন্টকে সুস্থ করতে সাহায্য করে
• ক্রীড়াবিদদের জয়েন্টের গতিময়তা বজায় রাখতে সহায়তা করে।
পরিমাণ:
33.8 FI Oz. (1 Qt., 1.8 FI. Oz.) ১ লিটার
নির্দেশনাঃ
খাবার পূর্বে ভাল করে ঝাঁকিয়ে নিন। খোলার পর ফ্রিজে রাখুন।
মূল্য: ২৩৬৫ টাকা
কলঃ ০১৭১৭০১৯০৮১

ফরএভার অ্যালো বিটস এন পিচেস

ফরএভার অ্যালো বিটস এন’ পিচেস সূর্যের তাপে পাকা পিচ ফলের অদ্বিতীয় স্বাদ ও ১০০% স্টাবিলাইজড অ্যালো ভেরার তাজা ছোট ছোট টুকরো সহ অনেক পুষ্টিকর উপাদানের মিশ্রণে তৈরি চমৎকার স্বাদযুক্ত স্বাস্থ্যকর পানীয়।
সারা বিশ্বজুড়ে বিভিন্ন সভ্যতার মানুষ অ্যালো ভেরা ব্যবহার করতেন সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, সাথে পিচ ফলের মিশ্রণ যা দেয় “Carotenoids” নামে অতি মূল্যবান অ্যান্টি-অক্সিডেন্ট সমূহ এবং ভিটামিন এ এর চমৎকার উৎস। এ উপাদান সমূহ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য খুবই প্রয়োজন।
এক নজরে:
* অ্যালো ভেরার সমস্ত গুণের সাথে পিচ ফলের উপকারিতা
* তাজা টুকরো টুকরো খাঁটি অ্যালো ভেরা
* তরতাজা ফলের স্বাদ ও গন্ধ যা দেবে সদ্য খাঁটি পিচ ফলের রস পানের অনুভূতি
* শিশুদের জন্য আদর্শ
পরিমাণ:
33.8 FI Oz. (1 Qt., 1.8 FI. Oz.) ১ লিটার
নির্দেশনা:
খাবার পূর্বে ভাল করে ঝাঁকিয়ে নিন। খোলার পর ফ্রিজে রাখুন।
মূল্য: ১,৬৫৮ টাকা
কলঃ ০১৭১৭০১৯০৮১

ফরএভার আরজি প্লাস Argi+

L-Arginine হচ্ছে একটি অ্যামিনো অ্যাসিড যেটি এতটাই শক্তিশালী যে বিজ্ঞানীরা এটাকে “অলৌকিক অণু’ (Miracle Molecule) হিসেবে আখ্যায়িত করেছেন। এর বিশেষ গুনের কারণে আমাদের শরীর L-Arginine কে nitric oxide এ রূপান্তর করার মাধ্যমে Blood Vessels কে প্রশস্ত ও খুলে দেওয়ার মাধ্যমে বাধাগ্রস্থ রক্ত চলাচল সুগম করে।
* মাত্রানুযায়ী রক্ত সঞ্চালন আমাদের শরীরে অনেক গুরুত্ব পূর্ণ কার্যাবলীতে সহায়তা করে।
* সুস্থ ও স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে।
* স্বাভাবিকভাবে হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
* ইমিউন প্রক্রিয়া কার্যকর রাখতে সহযোগিতা করে।
* পেশী বৃদ্ধিতে সহযোগিতা করে।
* হাড় এবং কোষের বৃদ্ধি ও পুনর্গঠনে সহায়তা করে।
* পুরুষের যৌন ক্ষমতা পুনর্বহাল করতে সহযোগিতা করে।
* চর্বি ও শর্করা বিপাকীয়তায় কাজ করে।
* অ্যান্টি-এইজিং হরমন তৈরিতে সহযোগিতা করে।
স্বাস্থ্যর বহুবিধ উপকারিতার জন্য L-Arginine অনেক উত্তেজনাকর ঘটনার অবতারণা করে এতে অবাক হওয়ার কিছু নেই। আরজি প্লাস এ L-Arginine এর সমস্ত শক্তির সাথে আরো আছে Pomoegranate (ডালিম) শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ গুণাবলীর জন্য সুপরিচিত Red wine Extract স্বাস্থ্য প্রদ কোলেস্টেরল লেবেল বজায় রাখতে সাহায্য করে, Grape Skin and Berry Extract এই সব সুস্বাদু ফলের নির্যাস সমৃদ্ধ হওয়ায় হৃদযন্ত্রের সুস্থতা ও ইমিউন প্রক্রিয়াকে সচল রাখে। L-Arginine এর শক্তিশালী পুষ্টি সমৃদ্ধ উপাদানের মাধ্যমে আপনার পুরো পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত হবে।
এক নজরে:
* L-Arginine বলা হয় “Miracle Molecule”
* ঔষধি গুণসম্পন্ন ফলের নির্যাসের মিশ্রণে তৈরি অ্যান্টি অক্সিডেন্টের শক্তি সমৃদ্ধ
* শক্তিশালী nitric oxide উৎপাদন করে
সেবন বিধি:
প্রতিদিন ১ চামচ (কৌটার ভেতরের চামচ) আরজি প্লাস ১ গ্লাস পানিতে ভালোভাবে মিশিয়ে পান করুন। পানিতে মেশানোর পূর্বে কৌটা ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
মূল্য: ৬১৯৬ টাকা
কলঃ ০১৭১৭০১৯০৮১

ফরএভার লাইট আলট্রা অ্যামিনোটিন (চকলেট ও ভ্যানিলা)

ফরএভার লাইট আল্ট্রার সাথে অ্যামিনোটিন এর সংযোজন আপনার স্বাস্থ্যকর ফরএভার লিভিং লাইট স্টাইলে এক নতুন মাত্রা যোগ করবে। ফরএভার লাইট আল্ট্রার সাথে অ্যামিনোটিন এর মিশ্রণ আধুনিক প্রযুক্তির এটি নতুন ধারনা যা আপনার সুস্থ ও সুন্দর জীবন ব্যবস্থা বজায় রাখতে সাহায্য করবে।
ফরএভার লাইট আল্ট্রা ননীহীন দুধের সাথে সরাসরি মিশিয়ে দিনে দুইবার পরিবেশনে প্রতিদিনের প্রয়োজনীয় পরিপূর্ণ পুষ্টির ১০০% সরবরাহের জন্য প্রয়োজনীয় ভিটামিনস ও মিনারেলের যোগান দেয়।
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফরএভার লাইট আল্ট্রা ১৮টি অ্যামিনো এসিড এর যোগান দেয় তার মধ্য essential, non-essential এবং brance-chain amino acids রয়েছে।
ফরএভার লাইট আল্ট্রা, ফরএভার ক্লিন নাইন প্রোগ্রামে উল্লেখিত তালিকার একটি অবিচ্ছেদ্য অংশ। এটা সুস্বাস্থ্য রক্ষার দায়িত্ব গ্রহণ করবে এবং আপনাকে ফলপ্রসূ ও সঠিক ওজন নিয়ন্ত্রণে রাখার পথ দেখাবে।
এক নজরে:
* For Your Low-carb Lifestyle
* দিনে দুইবার পরিবেশনে প্রতিদিনের পরিপূর্ণ পুষ্টির ১০০% সরবরাহের জন্য প্রয়োজনীয় ভিটামিনস ও মিনারেলের যোগান থাকে
* Naturally flavored
পরিমাণ:
13.2 Oz. (৩৭৫ গ্রাম)-about 15 servings per
মূল্য: ২২৬৪ টাকা
কলঃ ০১৭১৭০১৯০৮১

ফরএভার বী-পলেন

পলেন হচ্ছে ফুলে গর্ভ-কেশরে পরাগ ছড়ানো রেণু। মৌমাছি পায়ে জমা করে নিয়ে এসে খাবার হিসেবে মধু কোষে রেখে দেয়। পরাগ রেণু ছাড়া গাছ-পালা এবং ফুলের অস্তিত্ব থাকত না। এমনকি আমরাও এর উপর নির্ভরশীল।
ফরএভার বী-পলেন সংগ্রহ করা হয় বিশেষ নকশা যুক্ত stainless steel এর ভেতর, এই প্রক্রিয়ায় এর বিশুদ্ধতা এবং দ্রুত শক্তি বর্ধনকারী সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক খাবারের নিশ্চয়তা প্রদান করে। ফরএভার বী-পলেন পুরোটাই প্রাকৃতিক এবং Preservatives ও ক্রিত্তিম গন্ধ বা রং নেই।
ফরএভার বী-পলেন চমৎকার ভাবে হজম সাধ্য এবং মানব দেহ খুব সহজে এটা শোষণ করতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন এটা শক্তি ও বল বৃদ্ধি করতে পারে।
এক নজরে:
* সরাসরি মৌচাক থেকে সংগৃহীত excellent supplement
* শক্তি বর্ধক
* দীর্ঘ পরিশ্রমের ক্ষমতা বাড়াতে সাহায্য করে
* প্রাকৃতিক গুণসম্পন্ন খাদ্য
পরিমাণ: ১০০টি ট্যাবলেট
সেবন বিধি:
একটি ট্যাবলেট এর ৪ ভাগের ১ ভাগ দিয়ে শুরু করে প্রতিবার ধীরে ধীরে পরিমাণ বাড়ান। পরবর্তীতে ১টি করে ট্যাবলেট দিনে ৩ বার।
মূল্য: ৯৯৯ টাকা

অ্যালো ব্লসম হারবাল টি

অ্যালো ব্লসম হারবাল টি বিভিন্ন রকম পাতা, হারবস ও মসলার চিত্তাকর্ষক গুণাবলী সমন্বয়ে বিশেষভাবে তৈরি যা দেয় দুর্লভ স্বাদ ও রাজকীয় সুগন্ধিযুক্ত প্রাকৃতিক মিশ্রণ। ক্যাফেইন মুক্ত বিশেষ ফর্মুলায় তৈরি অ্যালো ব্লসম হারবাল টি আপনার ক্লান্তি দূর করে শরীরকে চাঙ্গা ও প্রাণবন্ত রাখে। ঠাণ্ডা ও গরম দুই ভাবে পান করা যায়। অ্যালো ব্লসম হারবাল টি তে আছে চমৎকার স্বাদ এবং এটি খুব সহজে তৈরি করা যায়।
তরতাজা দারুচিনি, কমলার খোসা এবং লবঙ্গ, ফলের স্বাদ ও গন্ধযুক্ত সাথে গোলমরিচ ও আদার মিশ্রণ যা ক্লান্তি দূর করে শরীরকে চাঙ্গা ও প্রাণবন্ত করে। আমাদের নিজস্ব বাগানের চাষ করা অ্যালো ফুলের নির্যাস সম্বলিত এই কম ক্যালরিযুক্ত তরতাজা চা আমাদের ফরএভার লাইট ওয়েন্ট ম্যানেজমেন্ট প্যাকেজের চমৎকার সংযোজোন।
এক নজরে:
* লো ক্যালরি
* ক্যাফেইন মুক্ত
নির্দেশনা:
একটি টি ব্যাগে ৩/৪ কাপ চা তৈরি করা যায়। পানি তিন থেকে পাঁচ মিনিট ফুটিয়ে টি ব্যাগ পানিতে কিছু সময় রেখে সরিয়ে পান করুন। আইস-টি বানাতে দু’কাপ পানিতে চারটি টি-ব্যাগ দিয়ে তিন থেকে পাঁচ মিনিট ফুটিয়ে তারপর ঠাণ্ডা করুন। আরো দু’কাপ বরফ-ঠাণ্ডা পানি যোগ করে পান করুন।
পরিমাণ:
২৫ পিস ফয়েল দ্বারা মোড়ককৃত টি ব্যাগ
মূল্য: ১১৫৪ টাকা
কলঃ ০১৭১৭০১৯০৮১

ফরএভার ব্রাইট অ্যালো ভেরা টুথজেল

দাঁতের যত্ন সহ অ্যালো ভেরাকে এর গুণাগুণ ও বহুমুখী ব্যবহারের জন্য মহামূল্যবান হিসেবে বিবেচিত। ফরএভার অ্যালো ভেরা ব্রাইট টুথজেল ব্যবহারে আপনার দাঁত চমৎকার ভাবে পরিস্কার করে দীপ্তি বিচ্ছুরিত করবে।
পরিবারের সবার জন্য ব্যবহারের উপযোগী ফর্মুলায় তৈরি ফরএভার অ্যালো ভেরা ব্রাইট টুথজেল শুধুমাত্র উৎকৃষ্ট মানের উপাদানে সমৃদ্ধ। ভেজিটেরিয়ানদের জন্য ব্যবহার উপযোগী কারণ কোন পশু চর্বি ব্যবহৃত হয়নি। প্রাকৃতিক মেন্থল এবং লতাপাতার সুগন্ধি আপনার মুখকে রাখবে সতেজ ও পরিষ্কারের অনুভূতি ভরপুর।
বছরের পর বছর গবেষক ও দন্ত চিকিৎসকরা গবেষণার মাধ্যমে কার্যকরীভাবে দাঁতের সুস্বাস্থ্য রক্ষায় ও পরিষ্কারের জন্য সবচেয়ে অনুকূল অ্যালো Based ফর্মুলায় তৈরি। আপনার পরিবার পাবে এর চমৎকার গন্ধ এবং মুখের ভেতরের সতেজ ও পরিষ্কারের অনুভূতি।
এক নজরে:
* বি-প্রপোলিস সমৃদ্ধ
* বাচ্চা ও বয়স্ক সবার জন্য উপযোগী ফর্মুলায় তৈরি
* ক্ষতিকারক ফ্লোরাইড মুক্ত
পরিমাণ:
NET WT.4.6 Oz. (১৩০ গ্রা.)
ব্যবহার বিধি:
সকালে ও রাতে খাবার পর টুথজেল দিয়ে দাঁত ব্রাশ করুন । নিয়মিত দন্ত চিকিৎসকের পরামর্শ নিন।
মূল্য: ৫০৩ টাকা
কলঃ ০১৭১৭০১৯০৮১

অ্যাভোকাডো ফেইস এন্ড বডি সোপ

স্বাভাবিক রুপের প্রাথমিক পর্যায় হচ্ছে সুস্থ ও মসৃণ ত্বক আর প্রকৃতিই আপনাকে দিতে পারে সুস্থ মসৃণ ত্বক। সঠিক উৎকৃষ্ট প্রাকৃতিক উৎস অনুসন্ধান করে অধিক নরম, কোমল এবং সুন্দর ত্বকের পণ্য তৈরীর জন্য প্রায় ৩৬ বছরের অধিক সময় ধরে ফরএভারকে বিশ্বজুড়ে অগ্রপথিক হিসেবে বিবেচনা করা হয়। আমাদের অ্যাভোকাডো ফেইস এন্ড বডি সোপ তার উৎকৃষ্ট উদাহরণ।
শক্তিশালী এই অ্যাভোকাডো ফলে আছে প্রাকৃতিক ভাবে পরিষ্কারের মাধ্যমে সুন্দর ও আর্দ্র করে ত্বককে প্রাণবন্ত ও তেজদিপ্ত করার বিশেষ গুণ। সব ধরনের ত্বকের জন্য উপযোগী এই সাবান কোন প্রকার জ্বালা পোড়া ছাড়া তৈলাক্ত ত্বক ও এর লোমকূপকে পরিষ্কার ও স্বাস্থ্যে উজ্জ্বল করে। শুষ্ক ও স্পর্শ কাতর ত্বককে দ্রুত উপশমের মাধ্যমে ত্বকের ভেতরে ঢুকে ত্বককে মোলায়েম ও আর্দ্র করে। অ্যাভোকাডো হচ্ছে প্রাকৃতিক ময়েশ্চারাইজার ও ক্লিনজার গোসলের পর এর লেবু জাতীয় ফল সুরভি আপনার অনুভূতিতে থাকবে। ফলের প্রাকৃতিক সুগন্ধি যুক্ত সাবান আপনার ত্বককে রাখবে নরম কোমল ও স্বাস্থ্যে উজ্জ্বল মনোমুগ্ধকর অনুভূতিতে।
এক নজরে:
* অ্যাভোকাডো হচ্ছে ভিটামিন এ,বি,ডি এবং ই এর উৎকৃষ্ট উৎস
* আন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা ফ্রি র্যা ডিক্যাল এর বিরুদ্ধে কার্যকরী সুরক্ষা দেয়
পরিমাণ:
NET WT.5 Oz. (১৪২ গ্রা.)
ব্যবহার বিধি:
মুখমন্ডল ও শরীরে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন।
মূল্য: ৪৪৬ টাকা